• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

২ টাকা কেজি দরে গোবর, কৃষকদের ঋণ

রাজস্থানের মসনদ পেতে মরিয়া কংগ্রেসের কৃষক দরদি ইস্তাহার জয়পুর, ২১ নভেম্বর– রাজস্থানে ক্ষমতা ফের পেতে কৃষকদেরই পাখির চোখ করল কংগ্রেস৷ মঙ্গলবার জয়পুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে ইস্তাহার প্রকাশ করল৷ সেই অনুষ্ঠানে কংগ্রেসের ঘোষণা, সরকার ২ টাকা কেজি দরে গোপর কিনবে সাধারণ মানুষদের কাছ থেকে৷ আরও চমক কৃষকদের দু লাখ টাকা করে বিনা সুদে কৃষিঋণ

রাজস্থানের মসনদ পেতে মরিয়া কংগ্রেসের কৃষক দরদি ইস্তাহার
জয়পুর, ২১ নভেম্বর– রাজস্থানে ক্ষমতা ফের পেতে কৃষকদেরই পাখির চোখ করল কংগ্রেস৷ মঙ্গলবার জয়পুরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে ইস্তাহার প্রকাশ করল৷ সেই অনুষ্ঠানে কংগ্রেসের ঘোষণা, সরকার ২ টাকা কেজি দরে গোপর কিনবে সাধারণ মানুষদের কাছ থেকে৷ আরও চমক কৃষকদের দু লাখ টাকা করে বিনা সুদে কৃষিঋণ এছাড়া, ৫০০ টাকার সিলিন্ডার প্রাপকের সংখ্যা দ্বিগুণ করা হবে৷
মহিলাদের জন্য আগেই সুখবর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী অশোক গেলহত৷ কংগ্রেস সরকার ক্ষমতায় থেকে গেলে মহিলাদের বছরে ১০ হাজার টাকা করে ভাতা দেবে৷ গোবর সংগ্রহের ঘোষণাটি অভিনব৷ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার বছর কয়েক আগে এই ধরনের প্রকল্প দেশে প্রথম চালু করে৷ সরকারি ও বেসরকারি গোবর গ্যাস প্ল্যান্ট এবং জৈব সার তৈরির প্ল্যান্টে সরবরাহ করা হয় গোবর৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের দাবি, বিপুল কর্মস্থান হবে এই প্রকল্পের মাধ্যমে৷ প্রতিটি পঞ্চায়েতে তৈরি হবে গোবর গ্রহণ কেন্দ্র৷ গো-পালকেরা দুধ সরবরাহের সময় গোবরও দিয়ে যাবেন৷ ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে খাড়গের সামনে ঐক্যের নজির তুলে ধরেন গেহলত এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট৷
একদিকে যখন কংগ্রেসে মানুষের মন পেতে ঢালাও প্রতিশ্রুতি দিয়ে চলেছে তখন মোদি কংগ্রেসের বিরুদ্ধে ঘরোয়া বিবাদকেই হাতিয়ার করেছেন৷ গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী সভায় গেহলত-পাইলতের বিবাদকে হাতিয়ার করেছিলেন৷ বলেন, গত পাঁচ বছর ওঁরা একে অপরকে রান আউট করার চেষ্টা করে গিয়েছে৷ রাজস্থানে কংগ্রেস হল একটি আত্মঘাতী ক্রিকেট টিমের মতো৷ মঙ্গলবার এর জবাব দিয়েছেন শচীন৷ তিনি বলেন, গোলমাল অবশ্যই ছিল৷ তবে সে সবই এখন অতীত৷ আমরা জোট বেঁধেই লড়াই করছি৷ কংগ্রেসকে ক্ষমতায় টিকিয়ে রাখাই আমাদের লক্ষ্য৷ রাজস্থানে কংগ্রেসের ইস্তাহারে আরও এক উল্লেযোগ্য ঘোষণা হল বয়স্ক পেনশনের জন্য আইন তৈরি৷ অর্থাৎ নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে মানুষ ওল্ড এজ পেনশন পাবেন৷ এখন আইন না থাকায় প্রতিমাসে সরকার ভাতা দিতে বাধ্য নয়৷ এছাড়া গেহলট ঘোষণা করেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে এককালীন ১৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে কংগ্রেস সরকার৷