• facebook
  • twitter
Friday, 22 November, 2024

একলা চলার ঘোষণা করেও পিছল কংগ্রেস

দিল্লি, ১৭ আগস্ট– বুধবার দিল্লি প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে এআইসিসি সদর দপ্তরে লোকসভার প্রস্তুতি বৈঠক করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। সেই বৈঠকের পরই অলকা লাম্বা ঘোষণা করে দেন, লোকসভা নির্বাচনে দিল্লির সব আসনে একাই লড়াই করবে কংগ্রেস।  কংগ্রেস নেত্রী অলকার সেই ঘোষণার পরই

দিল্লি, ১৭ আগস্ট– বুধবার দিল্লি প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে এআইসিসি সদর দপ্তরে লোকসভার প্রস্তুতি বৈঠক করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধি, কেসি বেণুগোপাল-সহ কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা। সেই বৈঠকের পরই অলকা লাম্বা ঘোষণা করে দেন, লোকসভা নির্বাচনে দিল্লির সব আসনে একাই লড়াই করবে কংগ্রেস। 

কংগ্রেস নেত্রী অলকার সেই ঘোষণার পরই দক্ষযজ্ঞ রাজধানীর রাজনীতিতে। এরই মধ্যে ‘ইন্ডিয়া’ জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যায় কংগ্রেসের এই অবস্থানে। তবে শেষে নিজের এই ঘোষণা থেকে পিছিয়ে আসে হাত শিবির।

পালটা প্রতিক্রিয়া আসে তাঁদের তরফেও। কেজরিওয়ালের দলের একাধিক মুখপাত্র কংগ্রেসের একপাক্ষিক ঘোষণার তীব্র বিরোধিতা করে। এমনকী ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। প্রশ্ন উঠে যায়, ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। বাধ্য হয়ে ফের আসরে নামতে হয় কংগ্রেসকে। দলের দিল্লির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র দীপক বাবরিয়া পালটা বিবৃতি দিয়ে জানান,”দলের সিদ্ধান্ত বা আসন সমঝোতা নিয়ে ঘোষণা করার অলকা লম্বা কেউ নন। কোনওরকম জোট নিয়ে আলোচনা হতে পারে শুধু মল্লিকার্জুন খাড়গের স্তরে। অর্থাৎ একেবারে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের স্তরে।” একপাক্ষিক ঘোষণার জন্য দীপক অলকাকে আক্রমণও করেন। তিনি বলেন,”অলকা লম্বা অপরিপক্ক। তাঁর মন্তব্যকে বিবৃতিও হয়েছে।”