কলকাতা, ১৫ সেপ্টেম্বর – কলকাতা-সহ জেলা এবং রাজ্যের সর্বত্র ডেঙ্গি উদ্বেগ বাড়িয়ে চলেছে । কলকাতার মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করলেন, গতবারের তুলনায় কলকাতায় ডেঙ্গি এই বছর বেড়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত আক্রান্ত প্রায় ২৭০০। গত বছর এই সময় পর্যন্ত আক্রান্তের পরিমাণ ছিল ২৪০০ জন। এদিকে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজির সিনিয়র রেসিডেন্ট দেবদ্যুতি বন্দ্যোপাধ্যায়ের। এ ঘটনার পর থেকে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ।