• facebook
  • twitter
Monday, 14 April, 2025

মনিপুরের জন্য উদ্বিগ্ন মমতা চালু করলেন হেল্পলাইন নম্বর 

কলকাতা , ৭ মে  – অশান্ত মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে শনিবার টুইট করেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন , ”মণিপুর থেকে আর্ত মানুষের বার্তা পাচ্ছি। ওখানকার মানুষের পরিস্থিতি নিয়ে আমি খুবই খুবই চিন্তিত। দেশের নানা প্রান্তের মানুষ ওখানে আটকে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়েও আমি উদ্বিগ্ন।  রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। মুখ্যসচিবকে বলেছি, মণিপুর সরকারের সঙ্গে সমন্বয়

কলকাতা , ৭ মে  – অশান্ত মনিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে শনিবার টুইট করেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন , ”মণিপুর থেকে আর্ত মানুষের বার্তা পাচ্ছি। ওখানকার মানুষের পরিস্থিতি নিয়ে আমি খুবই খুবই চিন্তিত। দেশের নানা প্রান্তের মানুষ ওখানে আটকে রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়েও আমি উদ্বিগ্ন।  রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে। মুখ্যসচিবকে বলেছি, মণিপুর সরকারের সঙ্গে সমন্বয় রেখে ওখান থেকে যাঁরা ফিরতে চায়, তাঁদের সাহায্য করতে। আমরা সবসময় মানুষের পাশে রয়েছি। সবার কাছে অনুরোধ, আপনারা শান্তি বজায় রাখুন।”
যাঁরা সাহায্য চান তাঁরা আমাদের সঙ্গে এই নম্বর গুলির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। 
হেল্পলাইন নম্বর –  ০৩৩-২২১৪৩৫২৬ ও ০৩৩-২২৫৩১৮৫।