• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের আচরণ নিয়ে অভিযোগ জমা পড়ল আইসিসিতে!

ভারত:- আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের আচরণ ও ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। সূত্রের খবর, আর্থারের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল আইসিসি। এবার রীতিমতো তথ্য-প্রমাণ তুলে ধরে ওই ম্যাচ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দেখতে লক্ষাধিক দর্শক হাজির ছিলেন। যার মধ্যে

ভারত:- আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচে দর্শকদের আচরণ ও ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। সূত্রের খবর, আর্থারের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল আইসিসি। এবার রীতিমতো তথ্য-প্রমাণ তুলে ধরে ওই ম্যাচ নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি দেখতে লক্ষাধিক দর্শক হাজির ছিলেন। যার মধ্যে হাতেগোনা কয়েকজন পাকিস্তান সমর্থক ছিলেন। সূত্রের খবর, মিকি আর্থার বলেছিলেন, পরাজয়ের জন্য অজুহাত দিচ্ছি না। কিন্তু ম্যাচ চলাকালীন যে পরিবেশ ছিল তা দেখে মনে হচ্ছিল যেন এটা আইসিসি ইভেন্ট নয়। বিসিসিআইয়ের ইভেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ। জানা গিয়েছে, এবার পিসিবি ওই ম্যাচে দর্শকদের আচরণ নিয়ে একাধিক প্রশ্ন তুলে আইসিসির কাছে অভিযোগ জানাতে গোটা পরিস্থিতি অন্য মাত্রা পেল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ভিডিও ফুটেজের ভিত্তিতে এই অভিযোগ বলে জানা যাচ্ছে। আমেদাবাদে রোহিত শর্মার কাছে বাবর আজম টস হারতেই পাক অধিনায়ককে বিদ্রুপ করার ধ্বনি ওঠে। আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময় মহম্মদ রিজওয়ানকে উদ্দেশ করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। ফিল্ডিং করার সময় একই ধ্বনি দেওয়া হয় হাসান আলিকে উদ্দেশ করেও। সূত্রের খবর, আইসিসির আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত যে অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি রয়েছে তার ১১ নম্বর ধারা লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ পিসিবির। দর্শকদের বিরুদ্ধে আপত্তিজনক ব্যবহারের অভিযোগ উঠলে আইসিসি বা তার সদস্যদের এই ধরনের ঘটনা প্রসঙ্গে পদক্ষেপের পাশাপাশি পরবর্তীকালে যাতে তার পুনরাবৃত্তি না হয় তা সুনিশ্চিত করার কথাই বলা রয়েছে ওই ধারায়।