লখনউ, ১৯ ডিসেম্বর– বন্ধুদের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ করায় বছর ২০-এর কলেজ পড়ুয়াকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল তারই বন্ধুরা । ঘটনার সূত্রপাত বছর খানেক আগে। সেইসময় একটি ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে থানায় গিয়েছিলেন ওই পড়ুয়া। তাঁর অভিযোগ ছিল, তাঁকে হেনস্তা করে তিনজন। সেই সময় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। যদিও পরে তারা জামিনে মুক্তি পায়। ঘটনার জেরে খুন হতে হল সুগন্ত শর্মা নামে ওই কলেজ পড়ুয়াকে।
পুলিশ আরও জানিয়েছে, তারপর থেকেই সুগন্ত বিভিন্ন সময়ে হুমকি পেতেন আমন ও সেলিম নামে দুই অভিযুক্তর কাছ থেকে। দিন দুয়েক আগে, এই ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্য রাস্তায় এক চায়ের দোকানের সামনে সুগন্তর সঙ্গে কয়েকজন যুবকের বচসা বাঁধে। সেই সময় সুগন্তর সঙ্গে একজন বন্ধুও ছিলেন।
অভিযোগ, এই বচসার মাঝেই হঠাৎ ছুরি দিয়ে সুগন্তকে কোপাতে শুরু করে অভিযুক্তরা। তারপর রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে পালিয়ে যায় তারা। ছুরির আঘাতে জখম হন সুগন্তর বন্ধুও। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা সুগন্তকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।