বজ্রবিদ্যুৎসহ উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা  

কলকাতা,২৫ মার্চ — বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাসহ তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি। শনিবার এমনই পূর্বাভাস শোনাল আবহাওয়া দফতর। সূত্রের খবর, রবিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে রাজ্যে। 

ফের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী বুধবার অবধি বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সিকিমের দিকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা বদলাতে পারে। কলকাতায় শনিবার বৃষ্টিপাতের কোনও আশঙ্কা নেই। সকাল থেকেই পরিষ্কার আকাশ শহরে। আবহাওয়া বদল হবে রবিবার থেকে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমায়। পরে সোম-মঙ্গলবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।