দিল্লি , ১৮ জুন – ক্লাসের মধ্যে সহপাঠীকে ছুরির কোপ । রক্তাক্ত ছাত্রকে তড়িঘড়ি হালপাতালে নিয়ে গেলেও তাঁকে মৃত বলে ঘোষণা করলেন চিকিৎসকেরা। মর্মান্তিক এই ঘটনা ঘটে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে । জানা গেছে, দুই সহপাঠির মধ্যে তুমুল ঝগড়া হয়। ঝগড়া বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয়, একজন ছুরির কোপ বসিয়ে দেয় অপর সহপাঠীর গায়ে। অভিযুক্ত ছাত্র এখনও অধরা।
রবিবার দুপুরে রামলাল আনন্দ কলেজে প্রথম বর্ষের একটি ক্লাস চলছিল। সেই সময় ক্লাসের মধ্যে ঝগড়া শুরু হয় দুই ছাত্রের মধ্যে। ঝগড়া ক্রমশ বাড়ছিল। সেই সময় সহপাঠীর গায়ে ছুরির কোপ বসিয়ে দেয় অপরজন। এরপরই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর জখম ছাত্রটিকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পড়ুয়ার সঙ্গেই পড়াশোনা করত অভিযুক্ত। ঘটনার পরে দিল্লি পুলিশের বিবৃতি বলা হয় অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ, তবে এখনও তাকে ধরা যায়নি। অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ।