ভোপাল, ১৪ সেপ্টেম্বর– ছাগল চরানো নিয়ে বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ। চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উভয়পক্ষের ৫ জনের। আশঙ্কাজনক আরও দুজন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। মধ্যপ্রদেশের দাতিয়া জেলার এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয়পক্ষের একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
ছাগল চরানো নিয়ে বিবাদ বেধেছিল ওবিসি সম্প্রদায়ের দুই গোষ্ঠী পাল এবং ডাঙ্গিদের মধ্যে। সমস্যার সমাধানে আলোচনায় বসেছিল উভয় গোষ্ঠী। আলোচনার মধ্যেই বচসা থেকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সেই সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। মৃতদের মধ্যে চারজনের বয়স ৩০-এর মধ্যে। একজনের বয়স ৭০। মৃত্যু হয়েছে প্রকাশ ডাঙ্গি, রামনরেশ ডাঙ্গি, সুরেন্দ্র ডাঙ্গি, রাজেন্দ্র পাল এবং রাঘবেন্দ্র পালের। সকলেই গুলিবিদ্ধ হয়েছিলেন।