• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

১ বছর পর নারী বিহীন সিনেমা দেখবে আফগানরা

কাবুল, ২৮ আগস্ট — এক বছর ধরে বন্ধ সিনেমা হল। কারণ সেখানে তালিবানের শাসন। তালিব শাসনের এক বছর পরে দেশের কয়েকটি সিনেমা হল খোলার অনুমতি দিল তালিব শাসকরা। তবে এবার তো নারী চরিত্র ছাড়াই সিনেমা দেখতে হবে আফগান নাগরিকদের। কারণ মহিলাদের সিনেমায় অভিনয় করার অনুমতি দেয়নি তালিবান। তাই সিনেমা হল খোলার আনন্দের মাঝেও খচখচ করছে নারীদের

কাবুল, ২৮ আগস্ট — এক বছর ধরে বন্ধ সিনেমা হল। কারণ সেখানে তালিবানের শাসন। তালিব শাসনের এক বছর পরে দেশের কয়েকটি সিনেমা হল খোলার অনুমতি দিল তালিব শাসকরা। তবে এবার তো নারী চরিত্র ছাড়াই সিনেমা দেখতে হবে আফগান নাগরিকদের। কারণ মহিলাদের সিনেমায় অভিনয় করার অনুমতি দেয়নি তালিবান। তাই সিনেমা হল খোলার আনন্দের মাঝেও খচখচ করছে নারীদের অধিকারের বিষয়টি। পরিসংখ্যান বলছে, ৩৭টি সিনেমার মধ্যে মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন একজন অভিনেত্রী।
কাল্পনিক ছবিগুলিতেও অভিনয় করার অনুমতি পাননি আফগান নারীরা। একমাত্র আতিফা মহম্মদি নামে এক মহিলা ছবিতে অভিনয় করতে পেরেছেন। সেই প্রসঙ্গে কাবুলের এক বাসিন্দা জানিয়েছেন, “মহিলাদের অভিনয় করার পূর্ণ অধিকার রয়েছে। তাঁদের আটকে রাখা একেবারেই উচিৎ নয়। তাছাড়া মহিলা চরিত্র না থাকলে একটি সিনেমাও অসম্পূর্ণ থেকে যায়।”