কলকাতা, ২০ এপ্রিল — সল্টলেকের সুকান্তনগর চিংড়িঘাটার উড়ালপুলে ধস । স্থানীয়দের দাবি, এর আগেও এই ধরনের গর্ত বা ধস হয়েছিল। তবে এবার তা আকারে বড়।আজ সকালে সেক্টর ফাইভগামী রাস্তায় একাধিক গর্ত দেখতে পান গাড়ি চালকরা। বড়সড় ধস নামার আশঙ্কায় চিংড়িঘাটা উড়ালপুলে ধীরগতিতে যান চলাচল করছে।
সূত্রের খবর কেএমডিএ ইতিমধ্যেই অকুস্থলে আধিকারিকদের পাঠানোর পদক্ষেপ শুরু করেছে।তবে স্থানীয়দের অনুমান, মেট্রোর কাজের কারণে এই ঘটনা হয়ে থাকতে পারে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ চলছে উড়ালপুলের ঠিক পাশেই। সেখানে ক্রেন, বোরিং মেশিনের মতো ভারী যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে। যদিও এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।