কলকাতা:- করোনার পর এবার চিন দেশ থেকে ভারতে ছড়াতে শুরু করেছে রহস্যময় নিউমোনিয়া রোগ। জানা গিয়েছিল, এই রোগ শিশুদের মধ্যে শুরু হয়েছে প্রবলভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা। যার জন্য চিন দেশের স্কুলগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানকার হাসপাতালগুলোতে মহামারীর মতো অবস্থা তৈরি হয়েছে। অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। এবিষয়ে আশঙ্কিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও WHO। সূত্রের খবর, বিশেষজ্ঞরা মনে করছেন যে, এই রোগটি করোনার মতোই ছোঁয়াচে।
চিনের এই নিউমোনিয়া রোগ আতঙ্ক তৈরি করেছে অন্যান্য দেশেও। ভারতও এ ব্যাপারে সম্পূর্ণ সতর্ক রয়েছে। এ বিষয়ে নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। রোগের পরিপ্রেক্ষিতে হাই অ্যালার্ট জারি করেছে কর্ণাটক এবং উত্তরাখণ্ড সরকার। রাজ্যের স্বাস্থ্য বিভাগ সমস্ত হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, কর্ণাটকের স্বাস্থ্য বিভাগ রাজ্যের সমস্ত নাগরিককে মরশুমি ফ্লু থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্রের খবর, জানা গিয়েছে, মরশুমি ফ্লু সম্পর্কে সরকার বলেছে যে, এটি সাধারণত পাঁচ থেকে সাত দিন স্থায়ী হয়। এটি শিশু, বয়স্ক, গর্ভবতী মহিলা এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের হতে পারে। এর পাশাপাশি সরকারি নির্দেশিকায় এর উপসর্গের কথাও বলা হয়েছে। নিউমোনিয়ার দিকে নজরদারি রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারও। জানা গিয়েছে, সরকার সমস্ত রাজ্যকে তাদের স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালের প্রস্তুতি এবং রোগের প্রতিক্রিয়া হিসাবে ব্যবস্থা পর্যালোচনা করার জন্য জানিয়েছেন।