‘তিন’ নীতিতেও জন্মে ভাটা, দেশের জন্মহার বাড়াতে বিশেষ উদ্যোগ চিনের 

বেইজিং, ১৭ অক্টোবর– জন্ম নিয়ে ইতিমধ্যে ধুঁকছে চিন। যেন-তেন প্রকারে জন্মহার বাড়াতে মরিয়া চিনা প্রশাসন। কেননা এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি হিসেবে দেশের নাম টিকিয়ে রাখা বেশ মুশকিল হয়ে দাঁড়াতে পারে বলে আগেই সতর্ক করেছিলেন চিনের অর্থনীতিকেরা। সেই কথা মাথায় রেখে এ বার জন্মহার বাড়ানো নিয়ে প্রশাসনিক স্তরে একাধিক নীতি গঠন এবং প্রণয়নে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে বলে রবিবার জানালেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।

উল্লেখ্য, ১৯৮০ থেকে ২০১৫ পর্যন্ত এক সন্তান নীতি বলবৎ ছিল চিনে। তবে অধিকাংশ নাগরিকের বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি উঠে আসার পরে তিন সন্তান নীতি চালু করা হয় দেশ জুড়ে। যদিও তাতে যে খুব একটা লাভ হয়নি তা স্পষ্ট বলেই মত বিশেষজ্ঞদের।

কমিউনিস্ট পার্টি কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ দিন সেখানে উপস্থিত ২৩০০ জন আমন্ত্রিতের উদ্দেশ্যে শি জিংপিং জানান, জন্মহার বাড়াতে একাধিক নীতি গঠন করা হবে দেশে। সঙ্গে বার্ধক্যের দিকে এগিয়ে চলা জনসংখ্যার জন্যেও জাতীয় স্তরে একাধিক নীতি প্রণয়নের কাজ চলছে। বিশ্বে জনসংখ্যার নিরিখে শীর্ষে থাকলেও ১৪০ কোটির দেশ চিনে এ বছর জন্মহারে উল্লেখযোগ্য হারে হ্রাস দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা