• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

অবশেষে হার চিনের, জিরো কোভিড নীতি তুলে সাংহাইতে দোকান বাজার খুলছে সোমবার থেকেই

বেইজিং, ৫ ডিসেম্বর– অবশেষে জনগণের বিক্ষোভে হার মানল ড্রাগন। করোনা সংক্রমণ ঠেকাতে চিনে ‘জিরো কোভিড পলিসি’ জারি করেছিল চিন। সপ্তাহখানেক আগেই সেই নীতির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল সে দেশের হাজার হাজার সাধারণ মানুষ। নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে এবার কোভিড দমনে অতিসক্রিয়তা নিয়ে পিছু হটতে বাধ্য হল চিন সরকার। বেজিংয়ের পর এবার সোমবার থেকে করোনা

বেইজিং, ৫ ডিসেম্বর– অবশেষে জনগণের বিক্ষোভে হার মানল ড্রাগন। করোনা সংক্রমণ ঠেকাতে চিনে ‘জিরো কোভিড পলিসি’ জারি করেছিল চিন। সপ্তাহখানেক আগেই সেই নীতির প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল সে দেশের হাজার হাজার সাধারণ মানুষ। নাগরিকদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মুখে এবার কোভিড দমনে অতিসক্রিয়তা নিয়ে পিছু হটতে বাধ্য হল চিন সরকার। বেজিংয়ের পর এবার সোমবার থেকে করোনা বিধি শিথিল করল সাংহাই প্রশাসন।

সাংহাই প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকেই খুলে যাচ্ছে সেখানকার সমস্ত দোকান-বাজার এবং শপিংমল। শহরের গণপরিবহণেও উঠতেও ‘করোনা নেগেটিভ’ শংসাপত্র বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। কোভিড পরীক্ষার রিপোর্ট আবশ্যিক নয় শহরের পার্ক, উদ্যান এবং খেলার মাঠগুলিতেও, জানিয়েছে সরকার।

প্রসঙ্গত, এই বছরের শুরুতেই চিনে নতুন করে শুরু হয়েছিল করোনা অতিমহামারীর বাড়াবাড়ি। উহান, সাংহাই, বেজিংয়ের মতো একাধিক বড় শহরে কোভিড নিয়ন্ত্রণে আনতে জিরো টলারেন্স নীতি নিয়েছিল চিন সরকার। ফের লকডাউনের আতঙ্ক ফিরে এসেছিল চিনে।

সেই নিয়েই গত সপ্তাহে দেশজোড়া প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল চিন।