কলকাতা , ৭ মে – দার্জিলিঙের বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রীর মৃত্যুতে মর্মাহত মমতা শনিবার টুইট করে শোকবার্তা জানান। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ এটা জেনে আমি গভীভাবে মর্মাহত যে আমাদের দার্জিলিঙের বিজনবাড়ির বাসিন্দা ২৫ বছরের তরুণ জওয়ান সিদ্ধান্ত ছেত্রী , ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন বীর সৈনিকের মধ্যে রয়েছেন যাঁরা গতকাল জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সন্ত্রাসবাদীদের সঙ্গে লড়াইয়ের সময় প্রাণ হারিয়েছেন। আমাদের দেশপ্রেমিক জওয়ানরা সন্ত্রাসবাদীদের নিকেশ করতে তাদের জীবন উৎসর্গ করছেন। তাদের এই আত্মত্যাগ কোনদিনও ভোলার নয়। আমি সিদ্ধান্ত ছেত্রীর শোকাহত পরিবার এবং অন্যান্য দেশপ্রেমিকদের জন্য আমার আন্তরিক সমবেদনা জানাই যাঁরা রা গতকাল তাদের জীবন হারিয়েছেন।
দার্জিলিঙের সেনা জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
