• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মন্ত্রিসভাতেই লিঙ্গবৈষম্যের অভিযোগ তুলে ইস্তফা পুদুচেরির একমাত্র মহিলা মন্ত্রীর

পুদুচেরি, ১১ অক্টোবর– ৪০ বছর বাদে প্রথম কোনও মহিলা হিসাবে পুদুচেরির মন্ত্রী হয়েছিলেন৷ তিনি পুদুচেরির একমাত্র মহিলা মন্ত্রী৷ কিন্ত্ত দু বছর ঘুরতে না ঘুরতেই সেই চন্দিরা প্রিয়াঙ্গকে ইস্তফা দিতে হল৷ অভিযোগ, মন্ত্রিসভার অন্দরেই লিঙ্গবৈষম্যের শিকার হতে হয়েছে তাঁকে৷ এমনকী তাঁকে জাতিবিদ্বেষেরও শিকার হয়ে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মন্ত্রী৷ প্রিয়াঙ্গা নিজে তফসিলি জাতিভুক্ত মহিলা৷ পুদুচেরির

পুদুচেরি, ১১ অক্টোবর– ৪০ বছর বাদে প্রথম কোনও মহিলা হিসাবে পুদুচেরির মন্ত্রী হয়েছিলেন৷ তিনি পুদুচেরির একমাত্র মহিলা মন্ত্রী৷ কিন্ত্ত দু বছর ঘুরতে না ঘুরতেই সেই চন্দিরা প্রিয়াঙ্গকে ইস্তফা দিতে হল৷ অভিযোগ, মন্ত্রিসভার অন্দরেই লিঙ্গবৈষম্যের শিকার হতে হয়েছে তাঁকে৷ এমনকী তাঁকে জাতিবিদ্বেষেরও শিকার হয়ে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই মন্ত্রী৷
প্রিয়াঙ্গা নিজে তফসিলি জাতিভুক্ত মহিলা৷ পুদুচেরির তফসিলি উন্নয়ন, পরিবহণ এবং শিল্প-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ছিলেন৷ বুধবার সোশাল মিডিয়া প্লাটফর্ম এক্সে তিনি স্পষ্ট করে লিখেছেন, ‘প্রতিনিয়ত তাঁকে জাতি এবং লিঙ্গ বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে৷ সবকিছুর একটা সীমা থাকে৷ সীমা পেরিয়ে গেলে সহ্য করা যায় না৷’ নিজের ইস্তফাপত্র মুখ্যমন্ত্রী এন আর রঙ্গস্বামীকে পাঠিয়ে দিয়েছেন তিনি৷
২০২১ সালে বিজেপি এবং অল ইন্ডিয়া এন আর কংগ্রেস জোট পুদুচেরিতে সরকার গঠন করে৷ সেসময় প্রিয়াঙ্গাকে তফসিলি উন্নয়ন, পরিবহণ এবং শিল্প-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী করেন এন আর রঙ্গস্বামী৷ কিন্ত্ত প্রিয়াঙ্গার অভিযোগ, গত দু বছরে তাঁকে নানাভাবে হেনস্তার শিকার হতে হয়েছে৷ যদিও মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী সব অভিযোগ অস্বীকার করেছেন৷ সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে, মেজাজও হারান তিনি৷
প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন লোকসভা এবং বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের পক্ষে সওয়াল করছেন, তখন তাঁর দলেরই সরকারে মহিলা মন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল৷ যা অস্বস্তিতে ফেলছে বিজেপিকে