• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গরু পাচারকাণ্ডে আরও দুজনকে তলব সিবিআইয়ের

সাঁইথিয়া , ৩১ মে – গরু পাচারকাণ্ডে আরও দুজনকে তলব করেছে সিবিআই। এই ২ জনই বীরভূম জেলার বাসিন্দা। গরু পাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডলের জেলার বাসিন্দা। ওই দুই ব্যবসায়ীকে গরু পাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকেরা। যে দুই ব্যবসায়ীকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁদের নাম আকুল দাস এবং প্রিংশু ঝাঝর।

সাঁইথিয়া , ৩১ মে – গরু পাচারকাণ্ডে আরও দুজনকে তলব করেছে সিবিআই। এই ২ জনই বীরভূম জেলার বাসিন্দা। গরু পাচারকাণ্ডে তিহাড় জেলে বন্দি রয়েছেন অনুব্রত মণ্ডলের জেলার বাসিন্দা। ওই দুই ব্যবসায়ীকে গরু পাচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকেরা। যে দুই ব্যবসায়ীকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁদের নাম আকুল দাস এবং প্রিংশু ঝাঝর। সাঁইথিয়ায় তাঁদের চালকল রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। ১ জুন ওই দুই ব্যবসায়ীকে নিজাম প্যালেসে হাজির হতে হবে। গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল ব্যবসায়ীদের কোনরকম যোগাযোগ ছিল কি না বা তাঁদের মধ্যে কোনও আর্থিক লেনদেন হয়েছিল তা জানতে চাইবেন সিবিআই আধিকারিকেরা।

গরু পাচারকাণ্ডে এর আগে বীরভূমের কয়েক জন ব্যবসায়ীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর আগে ইডি তলব করেছিল অনুব্রত-ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বীরভূমের ব্যবসায়ী মলয় পিটকে। একই মামলায় দিল্লিতে ডেকে পাঠানো হয় বীরভূমের চালকল মালিক রাজীব ভট্টাচার্যকেও।