কলকাতা , ১৯ এপ্রিল – নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর এবার প্রশ্নের মুখে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগরি সাহা ও তাঁর ভাইয়ের চাকরি। বিধায়কের অ্যাকাউন্টও ফ্রিজ করেছে সিবিআই।
শোনা যাচ্ছে, নিয়োগ দুর্নীতিতে যুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শুধু যে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন তাই নয়, স্ত্রীর স্কুলের চাকরির নেপথ্যেও বিধায়কের হাত ছিল। এমনকী শ্যালককেও চাকরি পাইয়ে দিয়েছিলেন জীবনকৃষ্ণ। স্বামী প্রভাবশালী হওয়ায় মর্জিমতো স্কুলে যেতেন টগরি দেবী। তবে বেশিরভাগ দিনই তিনি যেতেন না। সূত্রের খবর, ফেল করেও নাকি চাকরি পেয়েছিলেন টগরিদেবীর ভাই। ফলত এবার সিবিআইয়ের নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরি।