• facebook
  • twitter
Friday, 22 November, 2024

এবার অস্কারের দৌড়ে থাকবেন কাস্টিং এজেন্টরাও

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: সিনেমার ‘কাস্টিং’ বা অভিনেতা বাছাইয়ের গুরু দায়িত্ব যাঁরা পালন করেন, তাঁরাও এবার অস্কারে মনোনীত হবেন। ২০২৬ সালে থেকে এই বিভাগে মনোনয়ন দেওয়া শুরু হবে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে অস্কার অ্যাকাডেমি কর্তৃপক্ষ। এবিষয়ে সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে, সিনেমা নির্মাণে কাস্টিং ডিরেক্টররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা না থাকলে

স্টেটসম্যান ওয়েব ডেস্ক: সিনেমার ‘কাস্টিং’ বা অভিনেতা বাছাইয়ের গুরু দায়িত্ব যাঁরা পালন করেন, তাঁরাও এবার অস্কারে মনোনীত হবেন। ২০২৬ সালে থেকে এই বিভাগে মনোনয়ন দেওয়া শুরু হবে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে অস্কার অ্যাকাডেমি কর্তৃপক্ষ।

এবিষয়ে সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। বলা হয়েছে, সিনেমা নির্মাণে কাস্টিং ডিরেক্টররা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা না থাকলে ধাক্কা খাবে সিনেমা। এমনকি কাস্টিং ডিরেক্টরদের কাজের ওপর একটি সিনেমার ভবিষ্যতও নির্ভর করে। ভালো কাস্টিং-এর জোরে একটি সাধারণ মানের চিত্রনাট্য থেকে তৈরি করা সিনেমাও হিট করে যেতে পারে। সেজন্য তাঁদের অক্লান্ত পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি দিতে চায় অ্যাকাডেমি কর্তৃপক্ষ। সেজন্য কাস্টিংয়ের মতো গুরুদায়িত্ব সামলানো শিল্পীরাও পাবেন পুরস্কার।