• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

কাশ্মীরে ৬ জনকে নিয়ে গভীর খাদে গাড়ি

জম্মু, ২৪ মে– কাশ্মীরে আবার পথ দুর্ঘটনা। এ বার কিশ্তওয়াড়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। আহত আরও চার জন। উদ্ধারকারী দল অকুস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কী ভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায়। গাড়িতে ছিলেন দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী।

জম্মু, ২৪ মে– কাশ্মীরে আবার পথ দুর্ঘটনা। এ বার কিশ্তওয়াড়ে গভীর খাদে পড়ে গেল গাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ছ’জনের। আহত আরও চার জন। উদ্ধারকারী দল অকুস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। কী ভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায়। গাড়িতে ছিলেন দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী। বাঁধ প্রকল্প এলাকার কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গড়িয়ে পড়ে যায় গভীর খাদে।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে কিশ্তওয়াড় পুলিশ জানিয়েছে, একটি যাত্রীবোঝাই গাড়ি খাদে পড়ে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজ চলছে। দুর্ঘটনায় ছ’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ ফোন করেন কিশ্তওয়াড় পুলিশের ডিসি দেবাংশ যাদবকে। তিনি কেন্দ্রের তরফে সমস্ত রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।