বয়স ৮০ বছর। হোয়াইট হাউসে বাইডেনের নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গত মাসে তেমনই একদিন পরীক্ষার তাঁর ত্বকে ক্যানসার শনাক্ত করেন চিকিৎসক। কেভিন ও’কোনর একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যু সরিয়ে ফেলা হয়েছে। বায়োপসির পরে ওই ক্ষতে ইতিমধ্যেই প্রলেপ পড়ে গিয়েছে। তাই এ নিয়ে আর চিকিৎসার প্রয়োজন নেই।