• facebook
  • twitter
Monday, 25 November, 2024

মেট্রোর কাজের জন্য বাতিল ট্রেন 

কলকাতা , ২০ মে – কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজের জন্য এবার আংশিক ব্যাহত হতে চলেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজের জন্য শিয়ালদহ ও বজবজের মধ্যে ট্রেনের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে। মে এবং জুন মাসে  মোট চারদিন একজোড়া ট্রেন বাতিল থাকবে। মে মাসের ২৩ ও ২৪ তারিখ বাতিল থাকবে ৩৪১১২ শিয়ালদহ-বজবজ লোকাল ও ৩৪১১১ বজবজ-শিয়ালদহ

প্রতিকি ছবি (Photo: iStock)

কলকাতা , ২০ মে – কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজের জন্য এবার আংশিক ব্যাহত হতে চলেছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। জোকা-এসপ্ল্যানেড মেট্রোর কাজের জন্য শিয়ালদহ ও বজবজের মধ্যে ট্রেনের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হবে। মে এবং জুন মাসে  মোট চারদিন একজোড়া ট্রেন বাতিল থাকবে। মে মাসের ২৩ ও ২৪ তারিখ বাতিল থাকবে ৩৪১১২ শিয়ালদহ-বজবজ লোকাল ও ৩৪১১১ বজবজ-শিয়ালদহ লোকাল । একইভাবে ৭ জুন ও ১৯ জুনও ওই দুটি ট্রেন বাতিল থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে।

আগামী ২২/২৩ মে, ২৩/২৪ মে এবং জুন মাসের ৬/৭ তারিখ ও ১৮/১৯ তারিখ রাতে জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ চলবে। মধ্যরাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৪টে পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা করে চলবে এই কাজ। সেই কারণে মাঝেরহাট স্টেশনে রাতের বেলা ওই সময়ে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ওই একজোড়া ট্রেন সংশ্লিষ্ট দিনগুলিতে বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।