ট্রুডো আরও জানিয়েছেন যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আশ্বাস পেয়েছেন বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তাঁদের বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা সম্পর্কে প্রকাশ্যে করা অভিযোগ উত্থাপন করবেন।
জাস্টিন ট্রুডো বলেন, ‘ভারত সরকারের সঙ্গে কথা বলে আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। ভারত সরকারের এজেন্টরা কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিককে হত্যা করেছে এমন বিশ্বাসযোগ্য অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা অপরিহার্য।’ ট্রুডো দাবি করেন, ‘সমস্ত গণতান্ত্রিক দেশ, যারা আইনের শাসনকে সম্মান করে, তাদের এই বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। আমরা ভারত সরকারের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি অব্যাহত রেখে আইনের শাসনের সঙ্গে সঙ্গতি বিধান করে চিন্তাশীল, দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত ১৮ সেপ্টেম্বর কানাডার হাউস অফ কমনসে বলেছিলেন, কানাডার নিরাপত্তা সংস্থা জানতে পেরেছে, নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টের যোগ রয়েছে। তিনি আরও বলেছিলেন যে তিনি জি ২০ সম্মেলনের সময় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছিলেন। ভারতের শীর্ষ গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদেরও কানাডার গভীর উদ্বেগ সম্পর্কে অবহিত করা হয়েছে। ট্রুডো তখনই ভারতের কাছে আহ্বান জানিয়েছিলেন এই বিষয়টি নিয়ে কানাডাকে সহযোগিতা করার জন্য। তবে ভারত এসব অভিযোগকে ‘অযৌক্তিক’ ও ‘প্রণোদিত’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে। তারপর থেকেই দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এই পরিস্থিতিতে ট্রুডোর মুখেই দুই দেশের সম্পর্ক মজবুত করার কথাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।