• facebook
  • twitter
Monday, 25 November, 2024

কল সেন্টার চক্রের মূল পান্ডা গ্রেফতার 

কলকাতা, ১ সেপ্টেম্বর –  স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ১৫০ কোটির সম্পত্তি রয়েছে  কলকাতায় কলসেন্টার  চক্রের পাণ্ডা কুণাল গুপ্তর। বাড়ি, অফিস-সহ ১০ জায়গায় তল্লাশি চালিয়ে চমকে যাওয়ার মতো তথ্য হাতে এসেছে ইডির। হাজার হাজার কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত কলসেন্টার চক্রের কিংপিন। লুঠের টাকা বিদেশেও পাচার করা হত বলে অনুমান কেন্দ্রীয় সংস্থার। পুলিশ সূত্রে খবর, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স

কলকাতা, ১ সেপ্টেম্বর –  স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় ১৫০ কোটির সম্পত্তি রয়েছে  কলকাতায় কলসেন্টার  চক্রের পাণ্ডা কুণাল গুপ্তর। বাড়ি, অফিস-সহ ১০ জায়গায় তল্লাশি চালিয়ে চমকে যাওয়ার মতো তথ্য হাতে এসেছে ইডির। হাজার হাজার কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত কলসেন্টার চক্রের কিংপিন। লুঠের টাকা বিদেশেও পাচার করা হত বলে অনুমান কেন্দ্রীয় সংস্থার।

পুলিশ সূত্রে খবর, ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানা ও বিধান নগর সাইবার ক্রাইম থানায় কুণালের বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে । এর মধ্যে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগের ভিত্তিতে কুণালের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধাননগর মহকুমা আদালত। কিন্তু তারপরও পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।  শুক্রবার নিজেই সিজিও কমপ্লেক্সে হাজির হন কুণাল। আদালতের নোটিস দেখিয়ে দাবি করেন, তাঁকে কলকাতা হাইকোর্টে হাজিরা দিতে হবে, কাজেই ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না। কিন্তু পরে আদালত জানায়, এমন কোনও নির্দেশ দেওয়াই হয়নি। ইডির দফতরে হাজিরা এড়াতেই কৌশল করেছিল কুণাল।

এদিকে কুণাল ইডি-র দফতরে গেছে শুনে সিজিও কমপ্লেক্স ঘিরে ফেলে বিধাননগর পুলিশ। দীর্ঘ অপেক্ষার পর রাত ২ টো নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই কুণালকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।  তদন্তকারীরা জানতে পেরেছেন, কুণাল দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। সেখানে তার একাধিক বাড়ি, প্রচুর সম্পত্তি রয়েছে। সল্টলেকের সেক্টর ফাইভ-এর বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড নামে একটি কল সেন্টার চালাত কুণাল। সেখানেই হানা দিয়ে প্রতারণা চক্রের হদিশ পান তদন্তকারীরা। এরপর বিধাননগরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে একের পর এক ভুয়ো কল সেন্টারের খোঁজ পাওয়া যায়। তদন্তকারীরা জানান, বিদেশি নাগরিকদের প্রযুক্তিগত সহায়তা  দেওয়ার নামে প্রতারণা করা হত ওই কলসেন্টারগুলোতে।