কলকাতা, ২৭ সেপ্টেম্বর – শহরের হকারদের নিয়মে বাঁধতে নানা সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। এবার দুর্গাপুজোর আগে মহানগরীর হকারদের নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কলকাতা পুরসভা এলাকায় বেআইনি দখলদারি চিহ্নিত করে ৬ সপ্তাহের মধ্যে তাদের সরিয়ে দিতে হবে। এমনকী কলকাতা পুরসভা এলাকার বাইরে শহরের কোথায়, কত হকার আছে বিস্তারিত জানিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করতে হবে। কলকাতা পুরসভাকে এই তথ্য লিখিত আকারে পেশ করতে বলেছে কলকাতা হাইকোর্ট।
বারবার বলা সত্ত্বেও তুলে দেওয়ার পরও সেখানে আবার বসে যান হকাররা। কিছু ক্ষেত্রে হকারদের প্রাধান্য দেওয়ার অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার বিরুদ্ধে। এই নিয়ে বুধবার ক্ষোভ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। হকারদের রাস্তা দখলের দৃশ্য দেখে কলকাতা পুরসভার আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতির মন্তব্য, ‘বিষয়টা একটু দেখুন। নির্বাচিত প্রতিনিধিরা এবার নিজেরা সিদ্ধান্ত নিন। এটা নিয়ে রাজনীতি করবেন না। রাজনীতিতে জড়িয়ে গেলে আর কোনও কাজ হবে না।’