• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ওডিআই বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নিয়ে বিড়ম্বনায় সিএবি ও বিসিসিআই!

কলকাতা:- ওডিআই বিশ্বকাপে ইডেন গার্ডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে বিড়ম্বনায় সিএবি ও বিসিসিআই। এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও হাজিরা দেননি তিনি। এরই মধ্যে টিকিট বিক্রির বিষয়ে তথ্য চেয়ে বিসিসিআই-কে নোটিস দিল কলকাতা পুলিশ। সিএবি ও বিসিসিআই

কলকাতা:- ওডিআই বিশ্বকাপে ইডেন গার্ডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের কালোবাজারি নিয়ে বিড়ম্বনায় সিএবি ও বিসিসিআই। এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ইতিমধ্যেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ময়দান থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও হাজিরা দেননি তিনি। এরই মধ্যে টিকিট বিক্রির বিষয়ে তথ্য চেয়ে বিসিসিআই-কে নোটিস দিল কলকাতা পুলিশ। সিএবি ও বিসিসিআই কর্তারা অবশ্য এখন বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। ফলে তাঁরা কলকাতা পুলিশের কাছ থেকে সময় চাইতে পারেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিসিসিআই ও সিএবি কর্তারা। সূত্রের খবর, এবারের ওডিআই বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচের আগে থাকতেই টিকিট নিয়ে বিক্ষোভ দেখা যায়। এবার কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হয়নি। সবাইকেই অনলাইনে টিকিট বুক করতে হয়েছে। অন্যান্যবার সিএবি-র সদস্যরা সহজেই টিকিট পেয়ে যেতেন। কিন্তু এবার সেটা হয়নি। এমনকী, অনলাইনে টিকিট বুক করার পরেও হাতে টিকিট পেতে দেরি হচ্ছিল। সেই কারণেই ক্ষুব্ধ সিএবি-র সদস্যরা। জানা গিয়েছে, কিন্তু সিএবি কর্তাদের দাবি, টিকিটের বিষয়টি তাঁদের নিয়ন্ত্রণে নেই। ফলে তাঁদের কিছু করার নেই। ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়া অন্য ম্যাচগুলি নিয়ে বিশেষ আগ্রহ নেই। রবিবারের এই ম্যাচ নিয়েই আগ্রহ সবচেয়ে বেশি। গত কয়েকদিন ধরে গড়ের মাঠে টিকিটের কালোবাজারি দেখা গিয়েছে। কয়েক হাজার টাকায় বিক্রি হয়েছে টিকিট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও অনেকে টিকিটের কালোবাজারি করেছেন। পুরো বিষয়টি কলকাতা পুলিশের নজরে রয়েছে। সেই কারণেই সিএবি ও বিসিসিআই-কে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ। সূত্রের খবর, ময়দান থানায় অভিযোগে বলা হয়েছে, সিএবি ও বিসিসিআই কর্তাদের একাংশ কালোবাজারির সঙ্গে সরাসরি যুক্ত। যে অনলাইন টিকিট বুকিং পোর্টালের মাধ্যমে ওডিআই বিশ্বকাপের টিকিট বিক্রি করা হচ্ছিল, সেই পোর্টালের সঙ্গে যুক্ত কয়েকজনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে সাধারণ দর্শকদের জন্য নির্দিষ্ট টিকিটের বেশিরভাগই সরাসরি বিক্রি করা হয়নি। সেই টিকিটই কালোবাজারিদের হাতে তুলে দেওয়া হয়। এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। ওডিআই বিশ্বকাপের সঙ্গে কলকাতার সম্মানের বিষয়টি জড়িত। টিকিটের কালোবাজারির বিষয়টি নিয়ে সারা দেশে আলোচনা চলছে। সেই কারণেই কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ।