আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী কৌস্তভ রায় 

কলকাতা, ১৮ জুলাই –  আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার করা হল ব্যবসায়ী তথা কলকাতা টিভির কর্ণধার কৌস্তভ রায়। সোমবার গভীর রাতে ইডির হাতে গ্রেফতার হন কৌস্তভ রায়। এর আগেও তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। তাঁর অফিস ও বাড়িতে কয়েক মাস আগেই হানা দিয়েছিল আয়কর দফতর। সেই সময় বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয় বলে জানা গিয়েছিল। কৌস্তভের অফিসেও দীর্ঘক্ষণ তাঁকে জেরা করে ইডি। কিন্তু তাঁর জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কৌস্তভ রায়ের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানো হয়েছে।    

সূত্রের খবর, কৌস্তভ রায়কে সোমবার সকালে তলব করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। কিন্তু কৌস্তভ আইনজীবীর চিঠি পাঠিয়ে জানান সকালে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়, বিকেলে হাজিরা দেবেন। বিকেলে তিনি ইডি দফতরে হাজিরা দেন। বিকেল ৪টে থেকে তাঁকে টানা জেরা করেন ইডি-র অফিসার। রাত ২টো নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। কৌস্তভবাবুর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। সূত্রের খবর, সোমবার বেশ কিছু নথিপত্র নিয়ে অফিসে দেখা করার কথা বলে ইডি।  সেই সমস্ত নথি নিয়েই ইডি দফতরে হাজিরা দেন কৌস্তভ। জানা গেছে, সেইসব নথি খতিয়ে দেখে বেশ কিছু অসঙ্গতি মেলে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে জানা গেছে, তাঁকে পিনকন চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয়েছে। 

এদিকে মঙ্গলবার সকালে ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্স থেকে ব্যাঙ্কশাল কোর্টের উদ্দেশে রওনা হওয়ার সময় সংবাদ মাধ্যনের মুখোমুষি হন কৌস্তভ। তাঁর দাবি, তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এদিন বলেন, ‘টেলিভিশন চ্যানেলে পিনকনের বিজ্ঞাপন চালিয়েছিলাম। অন্য চ্যানেলও চালিয়েছে। সেই সংক্রান্ত কাগজপত্রও দেখিয়েছি। এর সঙ্গে কোন প্রভাবশালীর যোগ নেই।’ তিনি এদিন আরও বলেন, ‘কোনও প্রভাবশালী ব্যক্তির নাম কেন টাকা নেব। সবার সঙ্গেই সবার যোগাযোগ থাকে। পিনকনের বিজ্ঞাপন নেওয়ার জন্যই আমাকে গ্রেফতার করা হয়েছে।’  


ইডি সূত্রে খবর, আর পি গ্রুপের কর্ণধার কৌস্তভ রায়ের বিরুদ্ধে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ রয়েছে। ব্যাঙ্ক প্রতারণা মামলায় ব্যবসায়ী কৌস্তভ রায়কে এর আগেও জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কৌস্তভকে সিবিআই জেরারও সম্মুখীন হতে হয়। তাঁর অফিস ও বাড়িতে তল্লাশিও চালানো হয়।  

২০১৮ সালেও ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার হন কৌস্তভ রায়। আর্থিক তছরুপের অভিযোগে তাকে গ্রেফতার করে সিবিআই। ওয়াকিবহাল মহলের মতে, কৌস্তভ শাসকদলের ঘনিষ্ঠ। বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা গেছে।  সামনেই ২১ জুলাই। যা তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট। এই ইভেন্ট সরাসরি সম্প্রচার করার কথা ছিল কৌস্তভের  টিভি চ্যানেলের। তাই এই গ্রেফতারের নেপথ্যে রাজনীতি জড়িত বলে মনে করছেন অনেকেই। তবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় যখন কেন্দ্রীয় সংস্থা প্রথম তলব করেছিল, তখন তাঁর সঙ্গে দেখা গিয়েছিল কৌস্তুভ রায়কে।