ঘটনাটি ঘটেছে ৩০৫ নম্বর জাতীয় সড়কে কুলুর বনজর এলাকায়। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ওই এলাকা দিয়ে যাচ্ছিল পর্যটকবাহী একটি গাড়ি। কিন্তু রাতের অন্ধকারে রাস্তা দেখতে না পাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গেই পাথুরে পাহাড়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জন পর্যটকের। আহত ১০ জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁদের কুলু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি পাঁচজনের চিকিৎসা চলছে বনজর হাসপাতালে।
সূত্রের খবর, গাড়িটিতে মোট ১৭ জন যাত্রী ছিলেন। তাঁরা প্রত্যেকেই পর্যটক। মৃত যাত্রীরা দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বাসিন্দা বলে জানিয়েছেন কুলুর জেলা প্রশাসক আশুতোষ গর্গ।