উত্তরপ্রদেশ,৫ জানুয়ারী — এলাকায় রাসায়নিক তৈরির কারখানা থাকায় ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এলাকাবাসীরা। জনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিক তৈরির কারখানা বন্ধ করে দিতে হবে , এমনটাই দাবি তুলেছিলেন দুই যুবক। এরপরেই নিখোঁজ হয়ে যান তাঁরা। গতকাল বুধবার রাতে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। ক্ষতবিক্ষত দেহ, অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ।
ঘটনা গাজিয়াবাদের। মৃত দুই যুবকের নাম গৌরব ও দুর্গেশ। দু’জনেরই বয়স বছর পঁচিশ। মৃতদের পরিবারের দাবি, এলাকার একটি রাসায়নিক কারখানা থেকে দূষণ ছড়াচ্ছিল। বিষাক্ত গ্যাস ও গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার লোকজন। তারই প্রতিবাদ করায় গৌরব ও দুর্গেশকে খুন করে দেহ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। এমনভাবে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে তাঁদের চিনতে না পারা যায়। ঘটনায় এলাকার রাসায়নিক তৈরির কারখানার মালিকদের দিকেই আঙুল তুলেছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন গৌরব এবং ঘটনায় খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।