কাঠমান্ডু, ১৬ ফেব্রুয়ারি– গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল নেপালের সাংসদ চন্দ্র ভাণ্ডারির মায়ের। দুর্ঘটনায় গুরুতর জখম সাংসদ নিজেও। আহত চন্দ্রকে চিকিৎসার জন্য মুম্বইয়ে উড়িয়ে আনা হচ্ছে।বৃহস্পতিবার সকালে সাংসদের বাড়িতে আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। তাতেই মৃত্যু হয় চন্দ্র ভাণ্ডারির মা হরি কলা ভাণ্ডারির। অন্যদিকে গুরুতর আহত সাংসদকে প্রথমে নেপালের কীর্তিপুর বার্নস হাসপাতালে ভরতি করা হয়েছিল। এক বিবৃতিতে ওই হাসপাতাল জানায়, “চন্দ্র ভাণ্ডারির অবস্থা ভাল নয়। দেশের বাইরে বিশেষজ্ঞ হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। এখানে এই চিকিৎসা সম্ভব না।” হাসপাতালের পরামর্শ মতো নেপালের সাংসদকে নবি মুম্বইয়ের ন্যাশনাল বার্নস হাসপাতালে উড়িয়ে আনা হচ্ছে।