• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৭০০ সাবানেই ৩০ ফুট স্থানান্তর ২০০ বছরের পুরনো বাডি়

কানাডা, ১৪ ডিসেম্বর– পেল্লায় এক অট্টালিকার সমান আস্ত একখানা বাডি়, ওজন ২২০ মেট্রিক টন৷ তাকে তুলে অন্যত্র বসানো হল৷  প্রায় ৭০০টি সাবান ব্যবহার করে এই অসাধ্য সাধন করা হয়েছে বলেই খবর৷ ঘটনাটি ঘটেছে কানাডার হ্যালিফ্যাক্স শহরে৷ এই অট্টালিকাটি তৈরি হয়েছিল ১৮২৬ সালে৷ তখন অবশ্য এটি একটি বাডি় হিসেবেই তৈরি করা হয়েছিল৷ পরে ১৮৯৬ সালে এটিকে

কানাডা, ১৪ ডিসেম্বর– পেল্লায় এক অট্টালিকার সমান আস্ত একখানা বাডি়, ওজন ২২০ মেট্রিক টন৷ তাকে তুলে অন্যত্র বসানো হল৷  প্রায় ৭০০টি সাবান ব্যবহার করে এই অসাধ্য সাধন করা হয়েছে বলেই খবর৷
ঘটনাটি ঘটেছে কানাডার হ্যালিফ্যাক্স শহরে৷ এই অট্টালিকাটি তৈরি হয়েছিল ১৮২৬ সালে৷ তখন অবশ্য এটি একটি বাডি় হিসেবেই তৈরি করা হয়েছিল৷ পরে ১৮৯৬ সালে এটিকে একটি হোটেলে পরিণত করা হয়৷ পেল্লায় এই ভবনটি বদলে যায় ভিক্টোরিয়া এলেমউড হোটেলে৷ এরপর ২০১৮ সালে প্রায় ভাঙা যাচ্ছিল শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী এই হোটেলটি৷ স্থানীয় এক রিয়েল এস্টেট সংস্থা গ্যালাক্সি প্রোপার্টিজ় এই হোটেলটি কিনে নেয়৷ ফলে সে যাত্রায় ভাঙার হাত থেকে রক্ষা পায় হ্যালিফ্যাক্সের এই দুশো বছরের পুরনো হোটেল৷ নতুন মালিক পক্ষ সিদ্ধান্ত নেয়, ওই হোটেল ভবনটিকে রাস্তার আরও কাছে এগিয়ে নিয়ে আসার৷ কারণ, ওই জায়গায় একটি একটি অ্যাপার্টমেন্ট তৈরি হওয়ার কথা ছিল৷ সেই মতো স্থানীয় এক নির্মাণ সংস্থা এস রুশ্টনকে দায়িত্ব দেওয়া হয় বিল্ডিংটি রাস্তার দিকে এগিয়ে আনার৷ দু’টি বুলডোজার, একটি টোয়িং ট্রাক ও স্টিলের ফ্রেম ব্যবহার করে এই বিশাল হোটেল ভবনটিকে সামনের দিকে এগিয়ে আনে নির্মাণ সংস্থা৷ সঙ্গে তারা ব্যবহার করেছিল প্রায় ৭০০টি সাবান৷ আর তা দিয়েই প্রায় ৩০ ফুট সামনের দিকে এগিয়ে আনা হয় বিল্ডিংটিকে৷