প্রায় আট বছর ধরে একে অপরের ছায়াসঙ্গী হয়ে ছিলেন হলিউড তারকা সান্ড্রা বুলক ও ব্রায়ান র্যান্ডেল। দীর্ঘদিনের সঙ্গী ব্রায়ান র্যান্ডেলের মৃত্যুতে শোকাহত সান্ড্রা বুলক। তিন বছর ধরে স্নায়ুর রোগ অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্করোসিসের (এএলএস) সঙ্গে লড়াই শেষে গত শনিবার মারা গেছেন র্যান্ডেল। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। খবর মার্কিন সাময়িকী পিপলের।
গতকাল সোমবার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়েছে ব্রায়ান র্যান্ডেলের পরিবার। বিবৃতিতে বলা হয়, ‘এএলএসের সঙ্গে লড়াইটাকে ব্যক্তিগত পরিসরে রাখতে চেয়েছেন ব্রায়ান, তাঁর প্রতি সম্মান জানিয়ে তাঁর অনুরোধ রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।’
২০১০ সালের জুনে স্বামী জেসি জেমসের সঙ্গে বিচ্ছেদ ঘটে সান্ড্রা বুলকের, তার পাঁচ বছর পর তাঁর জীবনে এসেছিলেন ব্রায়ান র্যান্ডেল। তবে তাঁরা বিয়ে করেননি। ব্রায়ানের মৃত্যুতে দুজনের পথচলার ইতি ঘটল। ব্রায়ান র্যান্ডেল পেশায় একজন পেশাদার ফটোগ্রাফার ছিলেন। টুকটাক মডেলিংও করেছেন।
২০১৫ সালের জানুয়ারিতে সান্ড্রা বুলকের ছেলে লুইসের জন্মদিনের পার্টির ছবি তুলতে যান ব্রায়ান র্যান্ডেল, সেখানেই দুজনের প্রথম সাক্ষাৎ। কয়েক মাসের মধ্যেই একে অপরের প্রেমে পড়েন। ২০১৫ সালে ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ সিনেমায় একসঙ্গে লালগালিচায় হাঁটেন তাঁরা।
২০২১ সালের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে সান্ড্রা বুলক বলেন, ‘আমি আমার জীবনের প্রেম খুঁজে পেয়েছি।’
সান্ড্রা বুলক ও ব্রায়ান র্যান্ডেল—দুজনেরই আগের সংসারে সন্তান রয়েছে। দুজনের সন্তান নিয়েই একসঙ্গে দেখা গেছে তাঁদের।