• facebook
  • twitter
Friday, 22 November, 2024

পড়ুয়াকে ১০৮ বার কম্পাসের খোঁচা সহপাঠীদের

ভোপাল, ২৭ নভেম্বর– তাদের সকলের বয়েস ১০ এর কাছাকাছি৷ সবাই চতুর্থ শ্রেণির পড়ুয়া৷ কিন্তু তাদের মধ্যেই এমন হিংস্র মনোভাব দেখে উদ্বিগ্ন শিশু সুরক্ষা কমিশন৷ স্কুলে ঝগড়ার রাগে সহপাঠীকে এক-দু’বার নয় পুরো ১০৮ বার কম্পাস দিয়ে খোঁচালো চতুর্থ শ্রেণির একদল ছাত্র৷ নৃশংস ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের একটি বেসরকারি স্কুলে৷ ঘটনার সূত্রপাত গত শুক্রবার৷ ইন্দোরের একটি স্কুলে কোনও বিষয়

ভোপাল, ২৭ নভেম্বর– তাদের সকলের বয়েস ১০ এর কাছাকাছি৷ সবাই চতুর্থ শ্রেণির পড়ুয়া৷ কিন্তু তাদের মধ্যেই এমন হিংস্র মনোভাব দেখে উদ্বিগ্ন শিশু সুরক্ষা কমিশন৷ স্কুলে ঝগড়ার রাগে সহপাঠীকে এক-দু’বার নয় পুরো ১০৮ বার কম্পাস দিয়ে খোঁচালো চতুর্থ শ্রেণির একদল ছাত্র৷ নৃশংস ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের একটি বেসরকারি স্কুলে৷
ঘটনার সূত্রপাত গত শুক্রবার৷ ইন্দোরের একটি স্কুলে কোনও বিষয় নিয়ে ঝগড়া হয় পড়ুয়াদের মধ্যে৷ সেই রাগেই এক সহপাঠীকে কম্পাস দিয়ে ১০৮ বার খোঁচা দেয় কয়েকজন ছাত্র৷ ভয় পেয়ে কিছুই বলতে পারেনি আক্রান্ত পড়ুয়াটি৷ সারা দেহে ক্ষতচিহ্ন নিয়ে বাড়ি ফিরে আসে৷ বাবার কাছে পুরো ঘটনাটি জানায় আক্রান্ত ছাত্র৷ তার পরেই থানায় অভিযোগ দায়ের করেন পড়ুয়ার বাবা৷
তিনি জানান, ‘আমি জানি না কেন আমার ছেলের সঙ্গে এই আচরণ৷ স্কুল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ফুটেজ চাইলেও তাঁরা ক্লাসের ভিডিও দেখাচ্ছেন না৷’ শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন পল্লবী পোড়ওয়াল বলেন, ‘এই ঘটনাটা সাংঘাতিক৷ পুলিশের কাছে তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে৷ এত কম বয়সি বাচ্চাদের মধ্যে এমন হিংসাত্মক মানসিকতা কেন, সেটাও খতিয়ে দেখা দরকার৷’
জানা গিয়েছে, ছাত্রকে কম্পাস দিয়ে খোঁচানোর ঘটনায় অভিযুক্তরা সকলেই চতুর্থ শ্রেণির ছাত্র৷ ১০ বছরের নিচে তাদের বয়স৷ সেই জন্যই বিশেষ আইনের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ পাশাপাশি তাদের অভিভাবকদেরও আলাদা করে বোঝাবে শিশু সুরক্ষা কমিশন৷