• facebook
  • twitter
Friday, 22 November, 2024

গুগলের অফিসে বোমাতঙ্ক

পুনে ,১৩ ফেব্রুয়ারি — মহারাষ্ট্রের পুনের গুগলের অফিসে বোমাতঙ্ক ছড়ালো সোমবার সকালেই। অফিসের ভিতরেই বোমা রাখা রয়েছে একথা বলে একেবারে সরাসরি অফিসে ফোন করে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। সপ্তাহের প্রথম দিন আতঙ্কে রীতিমতো হুলস্থূল পড়ে যায় অফিস চত্বরে। গোটা অফিস চত্বরে সতর্কতা জারি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোম্ব ডিসপোজাল টিম। পুলিশসূত্রে খবর, পুনের মুন্ধারা এলাকার

পুনে ,১৩ ফেব্রুয়ারি — মহারাষ্ট্রের পুনের গুগলের অফিসে বোমাতঙ্ক ছড়ালো সোমবার সকালেই। অফিসের ভিতরেই বোমা রাখা রয়েছে একথা বলে একেবারে সরাসরি অফিসে ফোন করে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। সপ্তাহের প্রথম দিন আতঙ্কে রীতিমতো হুলস্থূল পড়ে যায় অফিস চত্বরে। গোটা অফিস চত্বরে সতর্কতা জারি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বোম্ব ডিসপোজাল টিম। পুলিশসূত্রে খবর, পুনের মুন্ধারা এলাকার একটি বহুতলে ১১ তলায় গুগলের অফিস রয়েছে। সেই অফিসেই ফোন করে আতঙ্ক ছড়ায় এক ব্যক্তি। অভিযুক্ত ব্যক্তিকে হায়দরাবাদ থেকে গ্রেফতারও করা হয়েছে বলে পুলিশসূত্রে খবর.  শেষ পাওয়া খবরে জানা গেছে, অফিসের ভিতর কোনও বোমা মেলেনি।