• facebook
  • twitter
Friday, 22 November, 2024

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমা।দুষ্কৃতীদের খোঁজে পুলিশ 

মুর্শিদাবাদ,২৬ নভেম্বর — তৃণমূল নেতার স্ত্রী গ্রামপঞ্চায়েত প্রধান ,তার জেরেই কি তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা ! ঘটনাটি ঘটেছে গভীর রাতে হরিহরপাড়ায়।হঠাৎ রাতে প্রচন্ড শব্দ শুনে কেঁপে ওঠে গোটা বাড়ি। বাড়ির নীচের দোকান ও গ্যারেজ। বোমার আঘাতে দোকানের শাটার ক্ষতিগ্রস্ত হয়। বোমা হামলায় আতঙ্কিত এলাকার মানুষ। হরিহরপাড়া মিয়ারবাগানে বাড়ি তৃণমূলের ব্লক মাইনোরিটির সেলের সভাপতি

মুর্শিদাবাদ,২৬ নভেম্বর — তৃণমূল নেতার স্ত্রী গ্রামপঞ্চায়েত প্রধান ,তার জেরেই কি তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ছোড়া হল বোমা ! ঘটনাটি ঘটেছে গভীর রাতে হরিহরপাড়ায়।হঠাৎ রাতে প্রচন্ড শব্দ শুনে কেঁপে ওঠে গোটা বাড়ি। বাড়ির নীচের দোকান ও গ্যারেজ। বোমার আঘাতে দোকানের শাটার ক্ষতিগ্রস্ত হয়। বোমা হামলায় আতঙ্কিত এলাকার মানুষ।

হরিহরপাড়া মিয়ারবাগানে বাড়ি তৃণমূলের ব্লক মাইনোরিটির সেলের সভাপতি জয়নাল আবেদিনের। আগে রায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তাঁর স্ত্রী রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রওশনারা বিবি। শুক্রবার রাত বারোটা নাগাদ তাঁর বাড়িতে বোমা মারা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ।

জয়নাল আবেদিন জানান, তাঁর স্ত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাই তাঁদের প্রতি কারও ক্ষোভ থাকতেই পারে। এর আগে তাঁকে বার কয়েক হুমকিও দেওয়া হয়। তবে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হবে এটা ভাবতে পারেননি। তবে ভাগ্যের জোরে  বেঁচে যাই। বোমার আঘাতে কেউ হতাহত হননি।”হরিহরপাড়া থানার পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালান হচ্ছে।