• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অমিতাভ, ধর্মেন্দ্রর বাংলোয় বোমাতঙ্ক, জুহু-ভিলেপারলে ব্যাপক পুলিশি তল্লাসি 

মুম্বাই, ১ মার্চ — অমিতাভ এবং ধর্মেন্দ্রর বাংলোয় বোমাতঙ্ক। বোমাতঙ্কের খবরে সজাগ মায়ানগরী মুম্বইয়ের একাধিক পুলিশ স্টেশন।জনৈক ব্যক্তি নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বোমাতঙ্কের খবর দেন। ফোনে বোমাতঙ্কের খবর পাওয়ামাত্র নাগপুর পুলিশের তরফ থেকে তা জানানো হয় মুম্বই পুলিশকে। খবর পেয়ে বম্ব স্কোয়াড পৌঁছে যায় অমিতাভ ও ধর্মেন্দ্রর বাংলোয়। যদিও অকুস্থল থেকে এখনও সন্দেহজনক

মুম্বাই, ১ মার্চ — অমিতাভ এবং ধর্মেন্দ্রর বাংলোয় বোমাতঙ্ক। বোমাতঙ্কের খবরে সজাগ মায়ানগরী মুম্বইয়ের একাধিক পুলিশ স্টেশন।জনৈক ব্যক্তি নাগপুর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বোমাতঙ্কের খবর দেন। ফোনে বোমাতঙ্কের খবর পাওয়ামাত্র নাগপুর পুলিশের তরফ থেকে তা জানানো হয় মুম্বই পুলিশকে। খবর পেয়ে বম্ব স্কোয়াড পৌঁছে যায় অমিতাভ ও ধর্মেন্দ্রর বাংলোয়। যদিও অকুস্থল থেকে এখনও সন্দেহজনক কোনও কিছু উদ্ধার হয়নি। আপাতত দুই তারকার বাংলোয় তল্লাশি চালাচ্ছে মুম্বই পুলিশ। বোমাতঙ্কের ফোনের নেপথ্যে কে, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

শোনা যাচ্ছে, শুধুমাত্র বোমাতঙ্কের খবর দিয়েই ক্ষান্ত হননি সেই ব্যক্তি। ফোনে তিনি জানান, ২৫ জন আগ্নেয়াস্ত্রধারী মুম্বইয়ের দাদারে এক সন্ত্রাসবাদী হামলা চালাতে চলেছেন। সেই তথ্যের ভিত্তিতে জুহু, ভিলে-পার্লে ও গমদেবী এলাকাতেও সতর্ক পুলিশ।মুম্বইয়ে একাধিক বাংলো রয়েছে অমিতাভ বচ্চনের। ‘জলসা’, ‘জনক’, ‘বৎস’ ও ‘প্রতীক্ষা’।  আপাতত পরিবার নিয়ে ‘জলসা’ বাংলোতেই থাকেন অমিতাভ। ‘জলসা’ থেকেই প্রতি রবিবার অনুরাগীদের সঙ্গে দেখা করতেও আসেন বলিউডের ‘শাহেনশা’। অন্য দিকে, মুম্বইয়ের জুহুর একটি বাংলোয় থাকেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।