• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

অপহৃত ৪ ভারতীয়ের দেহ উদ্ধার ক্যালিফোর্নিয়ায়, রয়েছে ৮ মাসের শিশুও 

ক্যালিফোর্নিয়া, ৬ অক্টোবর– ৮ মাসের শিশু সহ ৪ ভারতীয়কে অপহরণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেই পরিবারের ৪ জনেরই মৃতদেহ মিলল একটি ফলের বাগান থেকে।  উত্তর ক্যালিফোর্নিয়ার মার্শেড কাউন্টি থেকে গত সোমবার অপহরণ করা হয়েছিল ২৭ বছর বয়সি জসলিন কৌর, ৩৬ বছর বয়সি জসদীপ সিং, তাঁদের ৮ মাসের শিশুকন্যা ও জসদীপের দাদা ৩৯ বছর বয়সি

ক্যালিফোর্নিয়া, ৬ অক্টোবর– ৮ মাসের শিশু সহ ৪ ভারতীয়কে অপহরণ করা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেই পরিবারের ৪ জনেরই মৃতদেহ মিলল একটি ফলের বাগান থেকে। 

উত্তর ক্যালিফোর্নিয়ার মার্শেড কাউন্টি থেকে গত সোমবার অপহরণ করা হয়েছিল ২৭ বছর বয়সি জসলিন কৌর, ৩৬ বছর বয়সি জসদীপ সিং, তাঁদের ৮ মাসের শিশুকন্যা ও জসদীপের দাদা ৩৯ বছর বয়সি আমনদীপ সিংকে। মার্শেড কাউন্টির শেরিফ ভার্ন ওয়ার্নকে জানিয়েছেন, ইন্ডিয়ানা রোড ও হাচিনসন রোডের কাছে একটি ফলের বাগানে বুধবার ৪ জনের মৃতদেহ দেখতে পান বাগানের এক মালি।

বুধবার অপহরণের ঘটনার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে পুলিশের তরফে। গা শিউরে ওঠা সেই ভিডিওতে হাত বাঁধা অবস্থায় জসদীপ ও আমনদীপকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। এরপরেই মেয়েকে কোলে নিয়ে অপহরণকারীর সঙ্গে জসলিনকে বেরিয়ে আসতে দেখা যায়। 

অপহরণের ঘটনার একদিন পরেই জেসুস ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও হাজতে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে বলে জনিয়েছে পুলিশ। মার্শেড কাউন্টি পুলিশ জানিয়েছে, নিজের অপরাধের কথা স্বীকার করেছে জেসুস।