• facebook
  • twitter
Friday, 22 November, 2024

স্বাধীনতা দিবসে রক্তাক্ত ইউক্রেন

কিয়েভ, ২৫ অগাস্ট— বুধবার  স্বাধীনতা দিবসে দিন  ইউক্রেনের চাপলিন শহরে একটি রেল স্টেশনে রুশ রকেট হামলা’য় প্রাণ হারিয়েছেন অন্তত ২২জন। আহত অনেকেই। এমনটাই অভিযোগ কিয়েভের। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পূর্ব ইউক্রেনের চাপলিন শহরের একটি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনে আছড়ে পড়ে

bloody ukraine

কিয়েভ, ২৫ অগাস্ট বুধবার  স্বাধীনতা দিবসে দিন  ইউক্রেনের চাপলিন শহরে একটি রেল স্টেশনে রুশ রকেট হামলা’য় প্রাণ হারিয়েছেন অন্তত ২২জন। আহত অনেকেই। এমনটাই অভিযোগ কিয়েভের। আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, পূর্ব ইউক্রেনের চাপলিন শহরের একটি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনে আছড়ে পড়ে রাশিয়ার সেনার ছোঁড়া রকেট। এই ভয়াবহ হামলার নিন্দা করে তিনি বলেন, “হামলার পর দ্রুত কাজ শুরু করেছে উদ্ধারকারী দল। কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।” কিয়েভ আরও বলেছে, ইউক্রেনের ছোট্ট শহর চাপলিনে ওই ক্ষেপণাস্ত্র হামলার ফলে একটি গাড়িতে আগুন ধরে যায় এবং গাড়ির পাঁচ আরোহীর সবাই নিহত হন।এই ঘটনাটি ঘটার ফলে সবাই খুব আতঙ্কিত হয়ে আছে।