কিয়েভ, ১২ সেপ্টেম্বর– এতোদিনেও ইউক্রেন পুরোপুরি দখল করতে পারল না পুতিন। তাতেই ক্ষেপে খারখভের বেসামরিক পরিকাঠামোয় আঘাত হেনেছে মস্কো, এমনই অভিযোগ ইউক্রেনের। ফলে অন্ধকারে ডুবে গিয়েছে খারকভে বড় অংশ। বিচ্ছিন্ন জলের সংযোগ। রাশিয়ার এহেন আচরণের তীব্র সমালোচনায় সরব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এই হামলার পর রাশিয়াকে সন্ত্রাসবাদী বলে ফের একবার আক্রমণ শানিয়েছেন জেলেস্কি। তিনি জানিয়েছেন, কোনও সামকিত ঘাঁটি নয়, সাধারণ মানুষকে বিদ্যুৎ এবং পানীয় জলের পরিষেবা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে কোনও পরিস্থিতিতেই ইউক্রেন আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট করে দিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধের পর খারকভে পরপর দু’টি ক্ষেপণাস্ত্র হামলার শব্দ শোনা গিয়েছিল। একই পরিস্থিতি খারকভের প্রতিবেশী প্রদেশ সুমি, ডিনিপ্রোপেট্রোভস্ক এবং পোল্টাভার। তবে ক্ষয়ক্ষতি মেরামত করে জরুরি পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। খারকভের গর্ভনর ওলেগ সিনেগুবভ জানান, প্রতিশোধ নিতে আমজনতাকে টার্গেট করছে রাশিয়া। তারা তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবে গিয়েছে। পানীয় জলও মিলছে না।