২০২৪ সালে ফের বিজেপি ক্ষমতায় আসবে তিনশোর বেশি আসন নিয়ে, অসমের সমাবেশ থেকে দাবি শাহের
ডিব্রুগড়, ১১ এপ্রিল – ২০২৪ সালে ফের বিজেপিই ক্ষমতায় আসবে তিনশোর বেশি আসন নিয়ে। মঙ্গলবার অসমের এক সমাবেশ থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ২০২৪ সালে কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মঙ্গলবার সভা ছিল অসমের ডিব্রুগড়ে। সেখানে এই মুহূর্তে ক্ষমতায় বিজেপি। সেই সভায় তিনি বলেন,