• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাঁকুড়ায় বিজেপির পোস্টারে ‘গোবর লেপে’ দেওয়ার অভিযোগে উঠল তৃণমূলের বিরুদ্ধে 

 বাঁকুড়া, ৯ মে — বিজেপির অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সিমলাপালে। আগামী ১১ মে সিমলাপালে আসছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সিমলাপাল রাজবাড়ির মাঠে তাঁর জনসভা রয়েছে। তাই জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। চলছে পোস্টারিং ও দেওয়াল লিখন। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই দেওয়াল লিখনের উপর গোবর লেপে দিয়েছে।  বিজেপির নেতাদের অভিযোগ, এই ধরণের কাজ

 বাঁকুড়া, ৯ মে — বিজেপির অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে সিমলাপালে। আগামী ১১ মে সিমলাপালে আসছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। সিমলাপাল রাজবাড়ির মাঠে তাঁর জনসভা রয়েছে। তাই জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। চলছে পোস্টারিং ও দেওয়াল লিখন। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা সেই দেওয়াল লিখনের উপর গোবর লেপে দিয়েছে। 

বিজেপির নেতাদের অভিযোগ, এই ধরণের কাজ তৃণমূলের দুষ্কৃতীরা ছাড়া কেউ করতে পারে না। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সিমলাপাল থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির সিমলাপাল মণ্ডল-২ সভাপতি সুদীন মণ্ডল বলেন, সিমলাপালে এই ধরণের রাজনৈতিক অস্থিরতা ছিল না। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তৃণমূল এসব শুরু করেছে। একই সঙ্গে পার্শ্বলা গ্রামের বিজেপির ওই দেওয়াল লিখনে তৃণমূলের দুষ্কৃতীরাই গোবর লেপেছে বলে দাবি করেন।বিজেপির দাবি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।