কেষ্টর দিল্লি যাত্রায় উচ্ছসিত বিজেপি, বীরভূমে আবির খেলা, গুরুত্ব দিচ্ছে না তৃণমূল 

সিউড়ি, ৮ মার্চ – অনুব্রতর গ্রেফতারিতে উচ্ছসিত বীরভূমের বিজেপি।জেলার বিভিন্ন জায়গায় দিনভর হোলি খেলার আয়োজন গেরুয়া শিবিরে।  বিজেপি নেতা, কর্মীরা ঢাক বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, গুড় এবং বাতাসা বিলি করেছে জেলার বিভিন্ন জায়গায়।
বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, এবার বীরভূমের মানুষ গণতন্ত্র ফিরে পাবেন। রাস্তায় আর উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না। কোথাও আর ভোট লুট হবে না। যাঁরা গুন্ডামি করতে চাইবেন তাঁরা কেষ্ট মণ্ডলের অবস্থা দেখুন।’’ বিকেলে ঢাক বাজিয়ে এলাকা পরিক্রমা হবে বলেও জানা গিয়েছে।দোলের দিন সকালে আসানসোল জেল থেকে কেষ্টকে বার করে কলকাতা, তার পর দিল্লি নিয়ে যাওয়া হয়। আসানসোল সংশোধনাগার থেকে কেষ্টর গাড়ি বেরোতেই স্থানীয় বিজেপি নেতাকর্মীরা গোটা এলাকা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন।

যদিও বিজেপির আবির খেলাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। বিজেপি এ রকম অনেক সার্কাস করবে। আমরা মানুষের উন্নয়ন নিয়ে ব্যস্ত। তার জবাব নির্বাচনে বিজেপি পেয়ে যাবে।’’