• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

লোকসভায় আপত্তিকর মন্তব্য, সাংসদকে শো-কজ বিজেপির 

দিল্লি, ২৩ সেপ্টেম্বর– আপত্তিকর মন্তব্যের জেরে এ বার দলের অসন্তোষের মুখে পড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ কুনওয়ার দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এই নিয়ে বিতর্কের আবহে বিধুরিকে শোকজের নোটিস (কারণ দর্শানোর নোটিস) দিয়েছে বিজেপি। চন্দ্রযান-৩ নিয়ে লোকসভায় আলোচনার সময় বিএসপি সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য

দিল্লি, ২৩ সেপ্টেম্বর– আপত্তিকর মন্তব্যের জেরে এ বার দলের অসন্তোষের মুখে পড়লেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। লোকসভায় বহুজন সমাজ পার্টির (বিএসপি) সাংসদ কুনওয়ার দানিশ আলি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে বিধুরির বিরুদ্ধে। এই নিয়ে বিতর্কের আবহে বিধুরিকে শোকজের নোটিস (কারণ দর্শানোর নোটিস) দিয়েছে বিজেপি।

চন্দ্রযান-৩ নিয়ে লোকসভায় আলোচনার সময় বিএসপি সাংসদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেন বিধুরি। তাঁর ওই মন্তব্য লোকসভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তাতে বিতর্ক থামেনি।

বিএসপি সাংসদ দানিশ আলি জানিয়েছেন, বিধুরির বিরুদ্ধে পদক্ষেপ না করলে লোকসভার সাংসদ পদ প্রত্যাখ্যান করবেন তিনি। দানিশ বলেছেন, ‘‘আমার মতো এক জন নির্বাচিত প্রতিনিধির যদি এই অবস্থা হয়, তা হলে সাধারণ মানুষের কী হবে? আশা করব, বিচার পাব। অনুসন্ধান করবেন স্পিকার। না হলে, সংসদ ছাড়ব। এটা বরদাস্ত করা যাবে না।’’

এই ঘটনাকে ঘিরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধী সাংসদেরা। এই পরিস্থিতিতে দলের সাংসদকে শোকজ করল বিজেপি। আপত্তিকর মন্তব্যের জন্য কেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ করা হবে না, সে নিয়ে বিধুরির কাছ থেকে জবাব চেয়েছেন বিজেপি নেতৃত্ব।