‘পনৌতির’ পর ভোট প্রচার, ফের রাহুল গান্ধির বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি

দিল্লি, ২৫ নভেম্বর– আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পনৌতি’ এবং ‘পকেটমার’ বলায় রাহুলের শাস্তির দাবি করেছে বিজেপি৷ সেই নিয়ে রাহুলের জবাবও তলব করেছে কমিশন৷ আর এর মধ্যেই ফের রাহুলের বিরুদ্ধে নতুন অভিযোগে নির্বাচনের দ্বারস্থ গেরুয়া শিবির৷ রাজস্থানের ভোটের দিনই নয়া অভিযোগে বিদ্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচার করার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি৷
দিন দুই আগেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অন্য একটি অভিযোগে নালিশ করেছিল গেরুয়া শিবির৷ এবার প্রচারের সময় পেরনোর পরও সোশ্যাল মিডিয়ায় ভোটপ্রচারের অভিযোগ উঠল কংগ্রেস নেতার বিরুদ্ধে৷ যদিও কংগ্রেস বলছে, জনপ্রতিনিধি আইনে সোশ্যাল মিডিয়ার প্রচারে কোনও নিষেধাজ্ঞা নেই৷ তাই রাহুলের সোশ্যাল মিডিয়া পোস্ট মোটেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়৷ বিজেপি আসলে হারের ভয়ে এসব করছে৷
আসলে রাহুল শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন৷ ওই পোস্টে রাজস্থান ভোটের জন্য কংগ্রেসের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে৷ বিজেপি বলছে, এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন কংগ্রেস সাংসদ৷ কারণ জনপ্রতিনিধি আইন অনুযায়ী, ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে সবরকম প্রচার বন্ধ করে দিতে হয়৷ অথচ রাহুল ভোটের দিনই সোশ্যাল মিডিয়ায় দলের প্রচার করেছেন৷