রেশন দুর্নীতিতে কোটি কোটি টাকা উদ্ধার ইডির!

কলকাতা:- রেশন দুর্নীতিতে দীর্ঘ তল্লাশিতে কোটি কোটি টাকার হদিশ পেল তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কয়েক কোটি টাকার হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি। এবার আবার একই ঘটনারই পুনরাবৃত্তি রেশন দুর্নীতিতেও। সূত্রের খবর, জানা যাচ্ছে, প্রায় ১৮ কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার দুটি সংস্থার অ্যাকাউন্ট থেকে মোট ১৬ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, ওই দুটি সংস্থার নাম মেসার্স এজে এগ্রোটেক ও মেসার্স এজে রয়েল প্রাইভেট লিমিটেড। গত কয়েকদিনে রেশন দুর্নীতিতে একযোগে হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামে ওই সংস্থার সঙ্গে বাংলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে বাঁকুড়ার ওই দুই সংস্থাতেও। জানা গিয়েছে, দীর্ঘ তল্লাশিতেই বিপুল পরিমান টাকার খোঁজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেয়েছে। ইতিমধ্যে সংস্থার আধিকারিকদের কয়েক দফায় জেরা করা হয়েছে। তাতে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা। এমনকি বাঁকুড়ার ওই সংস্থাগুলি কালো টাকা সাদা করার জন্যেই খোলা হয়েছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারী সংস্থা। আর সমস্ত তথ্য খতিয়ে দেখে ইডির দাবি, উদ্ধার হওয়া ১৮ কোটি টাকার সবটাই রেশন দুর্নীতির। এর সঙ্গে আরও যোগ রয়েছে বলেও দাবি। অন্যদিকে নতুন করে ধান কেনাবেচা নিয়েও দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। একাধিক আটাকল, গমের গোডাউনে হানা দিয়েছে ইডি তথ্য জোগাড় করেছে। আর সেখানেই নাকি স্পষ্ট গমে নয়, ধান কেনাবেচায় সমস্যা আছে। আর তাই এই বিষয়েও নতুন মামলা দায়ের করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনটাই সূত্রের খবর।