তিরুমালা, ১৭ সেপ্টেম্বর– ধনকুবের মুকেশ আম্বানি ভেঙ্কটেশ্বরের আরাধনা করতে মাঝেমধ্যেই ছুটে যান তিরুমালায়। সেখানে দানধ্যানও নেহাত কম করেন না। এবার তিরুমালার মন্দির কর্তৃপক্ষের হাতে দেড় কোটি টাকার চেক তুলে দিলেন তিনি ।শুক্রবার তিরুমালার কাছে ভেঙ্কটশ্বরের মন্দিরে দেবদর্শনে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সঙ্গে ছিলেন এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
তিরুমালার মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন আম্বানি। প্রার্থনার পর টিটিডি অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার এ ভেঙ্কট ধরমা রেড্ডির হাতে দেড় কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। পুজোআচ্চার পর পাহাড়ের গেস্ট হাউসে আধঘণ্টা মতো ছিলেন তাঁরা। তারপর আরও একটি ধর্মীয় আচরণে অংশ নেন তাঁরা। মন্দিরের গর্ভগৃহে দীর্ঘক্ষণ ধরে চলে সেই প্রার্থনা পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণে সম্পন্ন হয় পুজোর্চনা। সেখান থেকে ফিরে আসার আগে মন্দিরের হাতিদেরও খাওয়ান মুকেশ আম্বানি।