দিল্লি, ১১ নভেম্বর– ‘কাফের’দের শায়েস্তা করতে গোটা ভারতে হামলার ছক কষেছিল ইসলামিক স্টেটের সাত জঙ্গি৷ এর জন্য অনুদানের মাধ্যমে মোটা অর্থ জোগাড় চলছিল৷ আদালতে চার্জশিট পেশ করে এমনই উদ্বেগজনক তথ্য জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ৷
সম্প্রতি গোটা ভারতে অভিযান চালিয়ে ৭ সন্দেহভাজন ইসলামিক স্টেট জঙ্গিকে পাকড়াও করে এনআইএ৷ শনিবার অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় এজেন্সি৷ সেখানে জানানো হয়েছে, গোটা ভারতে সন্ত্রাস চালাতে প্রস্তুতি চালাচ্ছিল জঙ্গিরা৷ চিন্তার বিষয় হল, অভিযুক্তেরা শিক্ষিত, আধুনিক প্রযুক্তি ব্যবহারেও সড়গড়৷ ভারতে ‘জেহাদ’-এর বিষ ছড়াতে মহারাষ্ট্রের পুণে শহরে একাধিক বৈঠক করে৷ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে চলছিল জেহাদি নিয়োগ প্রক্রিয়া৷
তদন্তে আরও জানা গিয়েছে, ভারতে ইসলামিক স্টেটের চরমপন্থী মতাদর্শ প্রচারে একটি গোপন নেটওয়ার্ক তৈরি করে জঙ্গিরা৷ সন্দেহভাজনদের থেকে একটি নথি বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা৷ যার শিরোনাম ‘কাফিরদের বিরুদ্ধে বদলা’৷ চার্জশিটে বলা হয়েছে, কাফেরদের (অমুসলিম) দ্বারা মুসলমানদের উপর নৃশংসতার প্রতিশোধ নিতে চেয়েছিল ওই জঙ্গিরা৷ দেশজুডে় হামলার ব্লুপ্রিন্টে তৈরি করতে মহারাষ্ট্র, কর্নাটক, গোয়া, তেলেঙ্গানা, কেরলের মতো একাধিক রাজ্যে রেইকি চালায় অভিযুক্তরা৷ এনআইএ-র দাবি, হামলার প্রস্তুতিতে মধ্যপ্রাচ্যের ইসলামিক স্টেটের শীর্ষ জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছিল৷ সাম্প্রতিক অভিযানে বড়সড় ষড়যন্ত্র রুখে দেওয়া গিয়েছে বলেই মনে করা হচ্ছে৷