কলকাতা:- একাধিক রাজ্যে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একদিকে অবিজেপি দলগুলি জোট গড়ছে আরেক দিয়ে বিজেপি। কিন্তু জেডিইউ কী করবে এই নিয়ে ধন্দ তৈরি হয়েছে। এদিকে ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন জেডিইউ এখন ডুবন্ত জাহাজ। সূত্রের খবর, লোকসভা ভোটে নীতীশের দলের হার নিশ্চিত এমনই দাবি করেছেন প্রশান্ত কিশোর। কয়েক মাস আগেই বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসেছেন। কংগ্রেস এবং আরজেডির সঙ্গে জোট গড়ে বিহারে সরকার গড়েেছ জেডিইউ। কারণ সরকার গড়ার মতো পর্যাপ্ত আসন জেডিইউর কাছে ছিল না। বিহারে সরকার গড়লেও ভোটের পাল্লা কিন্তু জেডিইউর কম। জানা গিয়েছে, এদিকে আরজেডির সঙ্গে হাত মেলানোর পরেই অবিজেপি জোটগুলিকে একজোট করায় তৎপর হয়েছিলেন নীতীশ কুমার। ছুটে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কলকাতায় এসে বৈঠক করেছিলেন নীতীশ। কিন্তু কার্নাটকে কংগ্রেসের জয়ের পর যখন মহাজোট নিয়ে তৎপর হয়েছিল বাকি অবিজেপি দলগুলি তখন কিন্তু নীতীশ কুমারকে তেমন সক্রিয় অবস্থায় দেখা যায়নি। সূত্রের খবর, জানা গিয়েছে, ইন্ডিয়া জোটে তেমন ভাবে আর সক্রিয় দেখা যাচ্ছে না নীতীশ কুমারকে। এরই মধ্যে আবার নীতীশের এনডিএ জোটে ফিরে যাওয়ার জল্পনা তৈরি হয়েছে। তারপরেই আবার নীতীশ সরকারের অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোট কুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন জেডিইউ এখন ডুবন্ত জাহাজ। তিনি দাবি করেছেন লোকসভা ভোটে ৫টি আসনও পাবে না জেডিইউ। এমনই তাঁর এই দাবি সত্যি না হলে তিনি নীতীশ কুমারের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেমেন বলেও জানিয়েছেন প্রশান্ত কিশোর। জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের কনভেনারের পদেও থাকবেন না নীতীশ এমনও দাবি করেছেন প্রশান্ত কিশোর। এক কথায় নীতীশ এবং তাঁর দল এবার অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর।