দিল্লি , ১৬ মার্চ – শান্তির ঐতিহ্য বহন করে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বে সেই বার্তা সফলভাবে সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন। তাই তিনি নোবেল পাওয়ার যোগ্য। এমন মন্তব্য করেছেন নোবেল প্রাইজ কমিটির ডেপুটি লিডার আসলে তোজে। বুধবার তিনি বলেন, “নোবেল শান্তি পুরস্কারের সবথেকে বড় দাবিদার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ”। মোদী সরকারের প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসনীয় নীতির কারণেই ভারত শক্তিশালী ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
উল্লেখ্য, নরওয়ের নোবেল কমিটির ডেপুটি লিডার আসলে তোজে। এই কমিটিই প্রতি বছর স্থির করেন যে সমাজ, সংস্কৃতির নানা ক্ষেত্রে কারা নোবেল পাবেন। চলতি সপ্তাহেই ভারতে আসেন এই কমিটির প্রতিনিধিরা। প্রসঙ্গত, সম্প্রতি ফের একবার বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় এক নম্বর স্থান দখল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমেরিকান সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষাতে এই তথ্য উঠে আসে। এই নিয়ে তৃতীয়বার বিশ্বের সবথেকে জনপ্রিয় নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
………………