রায়পুর, ৪ নভেম্বর– মহাদেবের ছায়া রাজনীতির অলিন্দে৷ শুক্রবারই ছত্তীশগড়ে বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে ইডি৷ ধৃতরা জানায় এই টাকা এসেছে ভোটে ব্যবহারের জন্য৷ এরপরই শনিবার ইডির দাবি মহাদেব বেটিং অ্যাপের ৫০৮ কোটি ঢুকেছে ছত্তীশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ঘরে৷
ছত্তীশগডে় বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণের আর চার দিন বাকি৷ তার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি শুক্রবার দাবি করল, মহাদেব বেটিং অ্যাপের প্রমোটার ছত্তীশগডে়র মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল৷ শুক্রবার এদিন সকালে ৫ কোটি টাকা সহ এক কু্যরিয়র ডেলিভারি বয়কে গ্রেফতার করেছে ইডি৷ তার নাম অসীম দাস৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, সেই জেরায় জানিয়েছে যে মহাদেব বেটিং অ্যাপের প্রমোটার বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছে৷ কু্যরিয়ারে যে ৫ কোটি টাকা ছিল তাও ভোটের প্রচারের জন্য ‘বাঘেল’ নামে এক রাজনীতিকের কাছে ডেলিভারি করার কথা ছিল৷
বিজেপির অভিযোগ, এই বাঘেল আর কেউ নন, স্বয়ং মুখ্যমন্ত্রী৷ অন্য দিকে বঘেলের দাবি, ছত্তীশগড়ে কেন্দ্রীয় সংস্থার সাহায্যে ভোটে জিততে চাইছে বিজেপি৷ বঘেলের দাবি, ‘মহাদেব অ্যাপ নিয়ে তদন্তের নামে ইডি প্রথমে আমার ঘনিষ্ঠদের বাডি়তে তল্লাশি চালাল৷ পরে এক অপরিচিত ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে তারা আমার নামে ৫০৮ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলছে৷’ তাঁর কটাক্ষ, ‘এর চেয়ে বড় রসিকতা আর কী হতে পারে? কাল আমি যদি কোনও ব্যক্তিকে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করতে বলি তাহলে কি মোদীর বিরুদ্ধে তদন্ত হবে?’
লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগডে় বিধানসভা ভোট আসন্ন৷ তামাম জনমত সমীক্ষার দাবি ছত্তীসগডে় ভরাডুবি হতে পারে বিজেপি৷ কংগ্রেসকেও এ ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী দেখাচ্ছে বলে অনেকে মত৷ কিন্ত্ত এরই মধ্যে যেন ৫০৮ কোটি বোমা পড়ল ভোট বাজারে৷
কদিন আগে রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতির বাডি়তে তল্লাশি চালিয়েছে ইডি৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে জেরার জন্য তলব করা হয়েছে ইডি দফতরে৷ এবার বাঘেলের বিরুদ্ধেও বড় অভিযোগ উঠল৷ইডির এই দাবিকে একেবারেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে কংগ্রেস৷ দলের মুখপাত্র পবন খেরা বলেন, ছত্তীশগড় কেন গোটা দেশের ছোট ছোট শিশুরাও বুঝতে পারবে রাজনৈতিক প্রভুর ভৃত্য হয়ে ইডি এসব মিথ্যা গল্প সাজাচ্ছে৷ কিন্ত্ত কোনও গল্পই ছত্তীশগডে়র বিজেপিকে বাঁচাতে পারবে না৷ মহাদেব বেটিং অ্যাপ ছত্তীশগড় থেকে শুরু হয়েছিল৷ এই সিন্ডিকেটের প্রমোটারদের অনেকে এখন বিদেশে বসে বেটিং চালাচ্ছে৷ দেশ জুডে় তাদের কয়েক হাজার প্যানেল রয়েছে৷ ইতিমধ্যে এই বেটিং চক্রে ৪ জনকে গ্রেফতার করেছে ইডি৷ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ সেই সঙ্গে ৪৫০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি৷
বৃহস্পতিবারই ইডির অফিসাররা জানিয়েছিল যে মহাদেব বেটিং অ্যাপের টাকা ছত্তীশগডে়র ভোটে ব্যবহার করা হচ্ছে৷ তার পরই শুক্রবার অসীম দাসকে গ্রেফতার করেছে ইডি৷ এই মহাদেব বেটিং অ্যাপের তদন্তে তালরেজা, রতনলাল জৈন এবং শুভম সোনির উল্লেখযোগ্য লেনদেনের কথাও উঠে এসেছে, যাঁরা বর্তমানে কর্তৃপক্ষকে এড়িয়ে চলেছেন।